
সেনাবাহিনীর সহযোগিতায় জয়পুরহাট থানাসহ জেলার পাঁচ থানায় আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাট থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সাংবাদিকদের জানান, দেশের চলমান পরিস্থিতিতে জনজীবনে স্বস্তি ফিরে আনা ও স্বাভাবিক করতে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। জয়পুরহাট জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিক বলেন পুলিশ সদস্যদের নিরাপত্তা সহ সরকারি সকল স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী। আর কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, মেজর রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীরসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী আরও জানান, জয়পুরহাটের ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ চলছে। অতিশীঘ্র তা জানা যাবে।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনায় জয়পুরহাটের পুলিশ বাহিনীর সদস্যরা নিজ নিজ থানায় তাদের কাজে যোগদান করতে শুরু করেছে।
লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের সফিক জানান, চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করতে হবে। জয়পুরহাট জেলায় সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুরোহিত, সেবায়েত ও মন্দির কমিটির সাথে মতবিনিময় করা হচ্ছে। সামাজিক নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলেও জানান তিনি । উল্লেখ্য, গত ৫ জুলাই সন্ধ্যায় জয়পুরহাট থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর