সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় রশি ঝুলিয়ে পাপ্পু (৩০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপারিন্টেন্ডেন্ট এ.এস.এম কামরুল হুদা জানান, পাপ্পু নামের এক হাজতী হেরোইন ও মারামারি মামলায় গত ৩০ মে কারাগারে আসেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমের ভেতরের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্যান্য কয়েদীরা টের পেয়ে তাকে উদ্ধার কারা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর