
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে অবস্থান করছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর ২টা থেকে প্রায় ৩০ মিনিটের মতো চলে এই গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারাগারের আশপাশের এলাকায়।
প্রত্যক্ষদর্শীর জানান, নামাজের পর হঠাৎ কারাগারের ভেতর থেকে বিকট আওয়াজ ও গোলাগুলির শব্দ আসে। এ সময় লালদীঘির চারপাশে রাস্তা-ঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। তিনি বলেন, কারাগারের বাইরে থেকে কোনো আক্রমণ হয়নি। কারাবন্দীরা নিজস্ব হতাশা বোধ থেকে বিদ্রোহের চেষ্টা করেছে। তারা সেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল।
তিনি আরো বলেন, অনেকেই জামিনে বেরিয়ে গেছে, তারা কেন পারছেন না। এ হতাশাবোধ বন্দীদের মাঝে কাজ করছে। কিন্তু সেটাতো আইনী প্রক্রিয়া। আমরা বন্দিদের কাউন্সিলের চেষ্টা করছি। বিদ্রোহ দমনে ফাঁকা গুলি করা হয়েছে। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী এসেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর