
আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে পুলিশের ওপর হামলা, থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে চার দিকে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ফলে প্রাণ ভয়ে থানা ছেড়ে আত্মগোপনে চলে যান অনেক পুলিশ সদস্য।
এরি প্রেক্ষিতে কর্মবিরতিতে যায় সারা দেশের সকল থানার পুলিশ। অবশেষে প্রায় চার দিন পর সেনা বাহিনীর সদস্যদের সহায়তায় থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী থানায় ১ প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী থানায় গিয়ে দেখা যায়, সেনা বাহিনীর কয়েকজন সদস্য থানা গেটের দায়িত্ব পালন করেন। তাঁরা জানান, প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা।
এদিকে ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর সদস্যদের টহলের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। রাস্তা ঘাট, হাট বাজারে লোক সমাগম বৃদ্ধি পেয়েছে। দিনব্যাপী সেনা বাহিনীর সদস্যরা টহল দিয়ে জনসাধারণের মাঝে স্বস্তি আনায়ন করেন। ফলে থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে জরুরি বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার সকালে থানায় যোগদান করেছেন। কিন্তু তারা কতদিন থাকবেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর