
ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে আজও ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি ও স্কাউট সদস্যরা সেচ্ছাসেবী হিসাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ট্রাফিকের কাজ কর
শুক্রবার (৯ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দৃশ্য দেখা যায়। এছাড়াও জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মো. নেওয়াজ নামে এক বিএনসিসির এক ক্যাডেট জানান, বাংলাদেশ পুলিশ না থাকা মহাসড়কের শৃঙ্খলা, চাঁদাবাজি সহ ভাঙ্গা শহরে কোন ধরনের নাশকতা না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা কোন কিছুর বিনিময়ে নয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছি। আজ আমাদের পাশাপাশি আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ট্রাফিকের কাজ করছেন। সাধারণ মানুষ আমাদের ভালোবাসছেন।
এই বিষয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, আমাদের সাধারণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা মিলে কাজ করেছে। আমরা চাই রাষ্ট্র টা একটা সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাক। সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারি। যেহেতু সরকারের একটি ডিপার্টমেন্ট কাজ করছে না। আমাদের কর্মসূচি কতদিন চলবে বলা মুশকিল যতদিন না পর্যন্ত পুলিশ আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এই বিষয়ে মিম নামে এক শিক্ষার্থী জানান, ভাঙ্গায় ট্র্যাফিক পুলিশ না থাকায় আমরা আপাতত এই দায়িত্ব পালন করছি। একটি শৃঙ্খল পরিবেশ ও একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত ট্র্যাফিক পুলিশ না আসবে ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাবো।
মো. ওসমান গনি আকাশ নামে এক শিক্ষক জানান, ট্র্যাফিক পুলিশ না থাকায় সেনাবাহিনী বিএনসিসি দের কাজ করার নির্দেশ দেন এরপর আমরা ভাঙ্গা পাইলট ও কেএম কলেজের বিএনসিসি শিক্ষার্থীরা কাজ করেন। এর পাশাপাশি বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা শুধু মাত্র ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড নয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করে যাচ্ছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর