
মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেছে বাঘাইছড়ি বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে।
এ সময় শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি শোক প্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করে।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ইতিহাস সাক্ষ্য আছে ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে, তেমনি ২০২৪ সালে ছাত্রদের মাধ্যমে আমরা আরেকটি বিজয় পেয়েছি, পেয়েছি স্বাধীন দেশ। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে অনেকেই অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করবে। আমরা যার যার অবস্থান থেকে এসব সম্পদ রক্ষায় সচেষ্ট থাকব।
এই সময় সাধারণ শিক্ষার্থীরা বাঘাইছড়িতে সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতা সাথে প্রতিবাদ অব্যাহত রাখবে এই মর্মে অঙ্গীকার বদ্ধ হন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর