
পুরান ঢাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রচারণা ও মাইকিং করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় এই প্রচারণা চালানো হয়।
বিশ্ববিদ্যালয়ের আশপাশের শাঁখারী বাজার, শ্যামবাজার, বাংলাবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার এলাকায় মাইকিং ও প্রচারণা চালাই।
বেশ কিছুদিন ধরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সারাদেশে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা ঘটছে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ৬ জন চাঁদাবাজকে ধরে সেনাবাহিনীকে দেয় শিক্ষার্থীরা।
এছাড়া বেশ কয়েকটি দোকানে বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনার প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর