
চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে নিয়ে যায় সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, শুক্রবার বাদ জুমা লতিফ স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে জুমা আদায় শেষে তার ভাগিনা আদনানুল ইসলাম চৌধুরীর ঘরে যাওয়ার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ খবর পেয়ে তার ভাগিনার বাড়ি ঘিরে রাখে। পরে সেনাবাহিনী খবর পেয়ে তাদের সরিয়ে দিয়ে লতিফকে হেফাজতে নেন।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, লতিফ সরকারের পতনের পর থেকে মাদারবাড়িতে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।
এছাড়া বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১টার দিকে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে আটক করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর