ফজরের নামাজের সময় ইসরায়েলের হামলায় গাজার আল দারাজ এলাকার একটি স্কুলে প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে স্কুলটি ‘হামাস সদর দফতর’ হিসেবে ব্যবহার করছিলো হামাস এবং সেখানে ‘সন্ত্রাসী’ ছিলো। শনিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে চালানো হয় বোমা হামলা। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলার পরই আগুন ছড়িয়ে পড়ে স্কুলটিতে। বর্তমানে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ইসরায়েলি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে তারা ‘আল-তাবিইন’ স্কুলের ভিতরে অবস্থিত একটি সামরিক কমান্ড সদর দফতরে কাজ করা সন্ত্রাসীদের উপর অভিযান চালিয়েছে। এছাড়াও বেসামরিক হতাহতের সম্ভাবনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছিলো।’
মূলত, ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে বিপুল মানুষ আশ্রয় নিয়েছিলো এই স্কুলে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর