
ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি,মুখে বাঁশি। ট্র্যাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় ফায়ার সার্ভিসের সদস্যদেরকে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, পৌর শহরের সড়কগুলোতে যেন যানজট সৃষ্টি না হয় এজন্য কাজ করছেন তারা। সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলারও আহ্বান জানান শিক্ষার্থীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর