
গত ৫ই আগস্ট সরকার পতনের পরদিন থেকে নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের রাষ্ট্র সংস্কার কাজে সম্পৃক্ত রেখে যাচ্ছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীরা। তারা ট্র্যাফিক ব্যবস্থাপনা, দেয়াল লিখন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে একটি দায়িত্বশীল সময় পার করছেন।
শনিবার (১০ই আগস্ট) মির্জাপুর শহরের মির্জাপুর রেল ক্রসিং, মির্জাপুর বাইপাস, কাকলীর মোড়, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে বেশকিছু শিক্ষার্থী দক্ষতার সাথে ট্র্যাফিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখছেন। সাধারণ মানুষ বিষয়টি উপভোগ করছেন এবং তাদের নির্দেশনা মেনে রাস্তায় চলাচল করছেন। এছাড়া শিক্ষার্থীরা মির্জাপুর বাইপাস আন্ডারপাস, মির্জাপুর থানার দেয়ালে দেয়াল লিখন ও দেয়াল চিত্র অঙ্কন করছেন। তারা শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে যাচ্ছেন।
এই কাজে সম্পৃক্ত রাকিব, আতিক, মিম, সানজা, তানভীর, মেঘলাসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, সিনিয়র-জুনিয়র মিলে কয়েকটি টিম করে তারা এই কাজ পরিচালনা করছেন। নিজেদের অর্থায়নে তারা এই কাজগুলো করছেন। শিক্ষা জীবনের পাশাপাশি তারা রাষ্ট্র সংস্কারে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান বলে জানান শিক্ষার্থীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর