
বিক্ষোভকারীদের দেয়া অগ্নিসংযোগে পুরোপুরি ভস্মীভূত টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা। গত ৪ই আগস্ট এই ঘটনা ঘটে। এতে কাজে ফেরার কোন পরিবেশই অবশিষ্ট নেই সেখানে। আগুনে হাইওয়ে থানার ৩টি গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অ্যাম্বোলেন্স ও বিভিন্ন মামলার আলামত হিসেবে থাকা ৪০টি ছোট-বড় গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল মাহ্মুদ। পুড়ে গেছে থানার সব ফাইলপত্র, চেয়ার-টেবিল। এছাড়া ভবনটি বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
এদিকে বৈষম্যমুক্ত বাংলাদেশ পুলিশ গঠনের ১১ দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। কর্মবিরতিতে থাকলেও তারা সবাই থানার অভ্যন্তরেই অবস্থান করছেন বলে জানা গেছে।
শনিবার (১০ই আগস্ট) দুপুরে তাদের কর্মবিরতিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা। তিনি বলেন, পুলিশ সদস্যরা তাদের ন্যায্য দাবিতে কর্মবিরতিতে রয়েছেন। কেন্দ্রীয় পর্যায়ে এনিয়ে আলোচনা চলছে সমাধান হলেই তারা কাজ শুরু করবেন এবং আশা করছি দ্রæতই এর সমাধান হবে।
অপরদিকে, গত শুক্রবার বিকালে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসীহুল রহমান মির্জাপুর থানা ও বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিভাবে হাইওয়ে থানা কার্যক্রম শুরু করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ মির্জাপুর থানা পুলিশকে দায়িত্বে ফেরার আহ্বান জানান তিনি।
মির্জাপুরে পুলিশ সদস্যদের কর্মবিরতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একপ্রকার স্থবিরতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে চুরির ঘটনার ঘটছে। সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছেন। পেশাদার চুরি- ছিনতাই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে অপকর্ম চালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর