
দিনাজপুরের ঘোড়াঘাটে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ কারী ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় ঘোড়াঘাট বাজারে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা এ মোমবাতি প্রজ্বলন করে। কর্মসূচিতে উপজেলার তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন। পরে তারা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন, ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর