নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের সাথে মতবিনিময় করেছে উপজেলার বিএনপি, জামাত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল ত্রুটি করলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। বিএনপি, জামাত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে পুলিশকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন।
এসময় পুলিশ সদস্যদের তাদের দায়িত্বে দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। ওসি জানান দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে ফিরবে বলে আশা করা হচ্ছে।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে বাগাতিপাড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলু উপস্থিত ছিলেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দেশের আইন শৃঙ্খলা ফেরাতে আপনারা সবাই পুলিশকে এবং আমাদেরকে সাহায্য করুন। নিজেরা সচেতন থাকুন এবং গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গড়ে তুলুন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলার জামাত নেতা হুমাউন কবির, কামরুল ইসলাম, সজিবুর রহমান, শিবির নেতা শাফায়েত হোসেন, মোতাসিমবিল্লা, উপজেলার বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন মানিক, মতিউর রহমান প্রমুখ।
এসময় নেতারা দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে সবধরনের সহায়তার আশ্বাস দেন এবং পাড়া মহল্লায় কমিটি করে জনগণকে সচেতন করবেন বলেও জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর