
শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে সোহেল রানা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন সোহেল রানা। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা। পরে সোহেল রানাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি স্থানীয় মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর