
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরের দেয়ালে দেয়ালে রং তুলির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। শনিবার দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান ও আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলতে দেখাযায়।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়।
শিক্ষার্থীরা বলছেন দেয়ালে কিছু শিল্পকর্ম ফুটে উঠেছে তা তাদের প্রতিবাদের ভাষা। আন্দোলনে রক্ত দেওয়া ভাই-বোনদের স্মরণ করে রাখতেই তাদের এই কর্মসূচি। পাশাপাশি সুন্দর, সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপও তাদের এই কর্মসূচির অংশ। 'কারার ঐ লৌহ কপাট', 'বিজয়ের মিছিল', 'দেশের চিত্রসহ গ্রাফিতি আঁকতে দেখা গেছে তাদের।
সৌরভ নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন কালাই উপজেলা পরিষদের চত্বরের দেয়াল পরিষ্কার করে আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।
নাতাশা নামের এ শিক্ষার্থী বলেন আমাদের যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণ করে রাখতে তাদের এই কর্মসূচি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর