![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
নেত্রকোণার পূর্বধলায় শনিবার (১০ আগস্ট) পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পূর্বধলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধিগণ। জেলা পরিষদ অডিটরিয়োমে অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর করণীয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি ও ইত্তেফাকের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: গোলাম মোস্তফা, সাবেক সহ সভাপতি ও দৈনিক ইকরার সম্পাদক মো: শফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক ও প্রতিদিনের সংবাদ ও এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: আল মুনসুর, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।
পূর্বধলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল্লাহ ভূঞা জানান, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পূর্বধলায় বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এ জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর