
চট্টগ্রামের লোহাগাড়া থানার কার্যক্রম অস্থায়ী ভবনে শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) থেকে উপজেলার আমিরাবাদ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের ভবনে এর কার্যক্রম শুরু হয়। অস্থায়ী থানার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী এবং আনসার সদস্যরা।
জানা যায়, সম্প্রতি শেখ হাসিনার পতনের পর এ থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের নিয়মিত ব্যবহারে সব গাড়ি। লুট হয়েছে অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র। এরপর থেকে মুখ থুবড়ে পড়ে থানার কার্যক্রম এবং একপর্যায়ে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। তবে শুক্রবার থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেন তারা। এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রথমদিনে ১২টি লিখিত অভিযোগ জমা দিয়েছে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আমরা থানার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছি। সেখানে অফিস কিংবা থানার কার্যক্রম পরিচালনা করার মতো অবকাঠামো নেই। তাই বেসরকারি ভবনটি ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু করেছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর