
ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্প কারখানার কর্মকর্তাদের সাথে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগষ্ট) বিকালে ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং কলকারখানাগুলো যেন নির্বিঘ্নে চালাতে পারে সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে শিল্প কর্মকর্তাদের নির্বিঘ্নে কারখানা পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মাহমুদ হাসান, মেজর নোমান মুন্সি ও তারিক আজিজ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান, সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান, মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ প্রমুখ।
শিল্প কর্মকর্তাদের মাঝে বক্তব্য রাখেন, গ্লোরী এ্যাপারেলস এজিএম (এডমিন) আল মামুন, শেফার্ড গ্রুপের ডি জি এম মোখলেছুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ কলকারখানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর