ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। গত কয়েক সপ্তাহে গাজায় এ ধরনের বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যা পৌনে ৪০ হাজার ছাড়িয়েছে।
আল-আহলি হাসপাতালের প্রধান ফাদল নাঈম বলেন, হামলার পর হতাহত অনেককে এখানে আনা হয়। নিহত অনেকের দেহাবশেষ এতোটাই বিকৃত হয়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব ছিল না।
একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, আল-তাবাঈন নামে যে স্কুলে তারা হামলা চালিয়েছে সেখানে হামাস এবং ইসলামিক জিহাদের লোকজন ছিল। তবে ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছে হামাস।
জাতিসংঘের মতে, গাজার ৫৬৪টি স্কুল ভবনের মধ্যে ৪৭৭টি ৬ জুলাই পর্যন্ত সরাসরি আঘাত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর থেকে এক ডজনেরও বেশি লক্ষ্যবস্তু হয়েছে।
সর্বশেষ খবর