
স্বৈরাচার পক্ষাবলম্বনকারী শিক্ষক ও অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং সাত হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) বিক্ষোভ মিছিলে অংশ নেন অসংখ্য শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন: ভুয়া ভুয়া, এক দফা এক দাবি ইউসুফ তুই কবে যাবি, দালাল ইউসুফের গদিতে আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত।
বিক্ষোভ শেষে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানভির রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ। আমরা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও পদত্যাগ করিয়েছি। কিন্তু কেন ইউসুফ এখনো পদত্যাগ করছে না? আমরা চাই এই মুহূর্তেই পদত্যাগ করুক খুনি ইউসুফ।
সেই সঙ্গে হল সিন্ডিকেটের কারণে সাধারণ শিক্ষার্থীরা হলে উঠতে পারেন না। এর পেছনে জড়িত রয়েছে সাত হলের প্রভোস্টরা। তাদেরও পদত্যাগের কথা জানান তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর