
লক্ষ্মীপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুর করিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) বেলা ১০ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ করে ১ দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে কলেজের ১ জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজ অধ্যক্ষ কোনও শিক্ষার্থীদের খোঁজ-খবর নেননি। এমনকি শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন সেটির প্রতিও তার অনেক বিদ্বেষ ছিল। তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যার কারণে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে আহত নিহত কারোর খোঁজ নেননি।দুর্নীতিতে তিনি এক নাম্বার ছিলেন। আমাদের শিক্ষক ছিলেন এই কথা বলতেও আমাদের ঘৃণা লাগে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, একজন কলেজ অধ্যক্ষ কীভাবে কোন আইনে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে তা বোধগম্য নয়। তিনি সরাসরি ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বা সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে মার খেতো তখন অধ্যক্ষ চুপ করে থাকতেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতেন। তিনি এই কলেজের অনেক টাকা লুটপাট করে খেয়েছেন। বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্ট, কলেজের বিভিন্ন উন্নয়ন খাতের টাকা মেরে খেয়েছেন।
সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. আবু সেনা সৈয়দ তারেক বলেন, সরকার পতনের পর থেকে ৫ তারিখ থেকে তিনি পলায়ন করেছেন। আমরা জানিনা তিনি একজন অধ্যক্ষ তিনি কেন পলায়ন করবেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকারীরা অধ্যক্ষের অপসারণ চেয়েছে, তারা বিক্ষোভ করছে। আমরা চাই না অধ্যক্ষের জন্য কলেজে কোনো বিশৃঙ্খলা হোক। এজন্য আমরা শিক্ষক সবাই একত্রিত হয়েছে আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। তার নিচে বসে আমরা শিক্ষকতা করতে চাই না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর