
জামালপুরের সরিষাবাড়ীতে কালিমাতা মন্দিরে চুরির ঘটনায় জনতার হাতে আটক হয়েছে এক মাদকাসক্ত যুবক। রবিবার (১১ আগস্ট) রাত ২টার দিকে পৌরসভার হাসপাতাল রোডে রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার হাসপাতাল রোডে বাগদী সম্প্রদায়ের কালিমাতা মন্দিরে চুরির ঘটনায় মাহমুদুল হাসান নামের এক মাদকাসক্ত যুবককে হাতেনাতে আটক করে এলাকাবাসী। সংঘবদ্ধ চোরের দল মন্দিরের কেচি গেটের তালা ভেঙ্গে প্রতিমার গলা, কান ও নাকের সোনার গহনা এবং দান বাক্সে প্রায় ৩০/৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এক জনকে আটক করে স্থানীয় জনতা সেনা সদস্যদের হাতে তুলে দেয়।
উপজেলার সাতপোয়া গ্রামের মাওলানা মো. জয়নাল আবেদীনের পুত্র মাহমুদুল হাসান বলেন, আমরা মন্দিরে চুরি করতে গিয়েছিলাম। আগুন দিতে না। আমার সাথে সাতপোয়া গ্রামের আরিফ ও আয়নাল এবং ভূরারবাড়ী গ্রামের ফজলুল হক ছিল বলে দাবি তার। স্থানীয় জনতা বিষয়টি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর