জয়পুরহাটসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে আজ রোববার সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাটে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিক্ষোভ সমাবেশ করেছে।
সারাদেশে হিন্দুদের বাড়ি ঘর ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভের ডাক দেয়। তারই অংশ হিসেবে জয়পুরহাটে সকাল সাড়ে ১১ টায় সনাতন ধর্মাবলম্বী প্রায় কয় একশ শিক্ষার্থী বিক্ষোভে অংশ গ্রহণ করেন। শহরের জিরো পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হলে উভয় দিকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে চরম ভোগান্তির স্বীকার হন শহরে আশা লোকজন। হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর