লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতির বিরুদ্ধে শপথ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সম্মুখে দাঁড়িয়ে এ শপথ বাক্য পাঠ করেন তারা। শপথবাক্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকগণের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানান তারা।
শপথবাক্য পাঠকালে শিক্ষার্থীরা বলেন, আজ হতে স্যার এ এফ রহমান হলে সকল প্রকার লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি হতে আমি নিজেকে বিরত রাখব এবং হলে যেকোনো ছাত্ররাজনীতির অপচেষ্টা কায়েমের বিরুদ্ধে সচেষ্ট থাকব। হলকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলব। হলের শৃঙ্খলা বজায় রাখব।
এ সময় তারা বলেন, শিক্ষার্থী বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দিব না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকগণের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা অবধি আমরা, স্যার এএফ রহমান হলের শিক্ষার্থীরা, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখব। যদি আমরা কেউ সজ্ঞানে বা অজ্ঞানে এই শপথ ভঙ্গ করি তবে হল ত্যাগ করব। আমরা হলে সকল প্রকার দলীয় রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এর আগে শুক্রবার (৯ আগষ্ট) রাজনীতিমুক্ত হল গড়ার শপথ নেন ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর