নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ৪০ (চল্লিশ)টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির মঞ্জুরি দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। ইসির উপসচিব মো.হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত জারীকৃত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠি বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ নভেম্বর ২০২৩ তারিখের ০৫,০০,০০০০.২৪৫.১৫.০৭৭.২২.৩১.৮৭ নং পত্র, অর্থ বিভাগের ১০ জানুয়ারি ২০২৪ তারিখের ,০০০০,১৫২.১৫.০০২.১৯-২৭৮ নং এবং ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ ০৭.০০.০০০০.১৬৪.১৭.০১০.১২-০৮ নং পত্র, ০৪,০০,০০০০.৭১১,০৬,০০৫.২৪.১২২ নং পত্র এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের নিম্নবর্ণিত ৪০ (চল্লিশ) টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির নিমিত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মঞ্জুরি জ্ঞাপন করছি: এতে নির্বাচন কমিশন সচিবালয় ও আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ উপসচিব পদে ১ টি ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৩৯ টি মোট ৪০টি পদ বেতন ও ভাতা ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের নির্বাচন কমিশন সচিবালয়ের কোড ১০৬- ০১০১-১০০১২৫ এবং মাঠ পর্যায়ের নির্বাচন কার্যালয়সমূহের কোড ১০৬-০২০২-০০০০০০ এ বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় নির্বাহ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ০৩-০৫-২০০৩ তারিখের মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ নং পত্র অনুসরণ করতে হবে।
পত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের ০৫ কপি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে প্রেরণ করা হলো। আদেশটি পৃষ্ঠাংকনপূর্বক অনুগ্রহ করে উহার ০৩ কপি এ দপ্তরে এবং ০১ কপি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, সিএন্ডএজি, পিএসসি ও নির্বাচন কমিশন, সচিবালয় ভবন (৩য় ফেজ), সেগুনবাগিচা, ঢাকা এর নিকট প্রেরণের জন্য (দুঃআঃ উপসচিব, ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-২) অনুরোধ করা হলো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর