নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) পৌর শহরের মাছিমদিয়া এলাকায় উদ্ধার অভিযান চালান তারা।
এ সময় ১০ লক্ষাধিক টাকার লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি উদ্ধারকারীদের। উদ্ধারকৃত মালগুলো নড়াইল পৌর শহরের মাছিমদিয়া এলাকার পালকি কমিউনিটি সেন্টারের। পরে লুট হওয়া মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগের পর নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় শহরের মাছিমদিয়া এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, শহরের মাছিমদিয়া এলাকায় বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লুট হওয়ায় মালামাল উদ্ধার করছেন। তাঁরা ওই এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে লুটকৃত মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁদের আহ্বানে বিভিন্ন বাড়ি থেকে খাট, চেয়ার, টেবিল, সোফাসেট, এসি, মোটর ফ্যান ও থালাবাটিসহ বিভিন্ন মালামাল এনে রাস্তায় জড়ো করছেন। সেখান থেকে ভ্যানযোগে চলে যাচ্ছে প্রকৃত মালিকের কাছে।
জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির বলেন, পালকি কমিউনিটি সেন্টারের মালিক অলোক কুন্ডু মালামাল ওইদিন (৫ আগস্ট) রাতে দুষ্কৃতকারীরা লুট করে। মালের সন্ধান পেয়ে জেলা বিএনপির সঙ্গে যোগাযোগ করে। পরে আমরা মালামাল উদ্ধারে আসি। এখান থেকে আমরা প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছি। যারা এই মালামাল লুট করেছিল বিএনপির সঙ্গে তাঁদের কোনো সংযোগ নেই। সব জায়গা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত পালকি কমিউনিটি সেন্টারের মালিক অলোক কুন্ডু বলেন, লুট হওয়া কিছু মালামাল ইতোমধ্যে উদ্ধার করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বাকি মালামাল উদ্ধারেও তারা সহযোগিতা করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর