
টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালপুর পৌর শাখার উদ্যোগে পৌর শহরের শ্রী শ্রী কোনাবাড়ী শ্মশান মঠ ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের কমিটির নেতৃবৃন্দ ও জামাতে ইসলামী বাংলাদেশ এর নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রবিবার (১১ আগস্ট) বিকেলে কোনাবাড়ী শ্মশান মঠ ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন সংখ্যালঘুদের উপরে কোন ধরেন নির্যাতন হামলা হলে জামায়াতে ইসলামী উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে, জামাতে ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে সব সময় আছে এবং সব সময় থাকবে, যে কোন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা অত্যাচার শিকার হবে আমরা দ্রুত তাদের পাশে দাঁড়াবো, এবং আমাদের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে পাহারার ব্যবস্থা করেছি।
উক্ত মতবিনিময় সভায় উক্ত মন্দির কমিটির সহসভাপতি সুব্রত দেব চৌধুরী এর সভাপতিত্বে, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, পৌর আমীর গোলাম মোস্তফা রঞ্জু, পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, সাবেক কাউন্সিলর আলহাজ দানেশ আলী, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, অত্র মন্দিরের কমিটির জয়েনসেক্রেটারি প্রভাত মাস্টার, উপস্থিত ছিলেন নিদানশীল এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর