
সকল ধর্মের সকলে মিলে একটি বৈষম্যহীণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাট জেলা বিএনপি এক সম্প্রীতির পদযাত্রা কর্মসূচী পালন করেছে সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায়।
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে সম্প্রীতির পদযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
সকল ধর্মের সকলে মিলে একটি বৈষম্যহীণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর