
চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পোশাক গায়ে দিয়ে সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। শুরুতে নগরীর জিইসি মোড়, আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা এবং লালখানবাজার এলাকায় ট্রাফিক পুলিশ ডিউটি শুরু করে। তাদের সাথে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, নগরের জিইসি মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দায়িত্ব পালনকালে পথচারীরা তাদের স্বাগত জানান। অনেকে হাত মেলান এবং কোলাকুলি করেন। আগ্রাবাদ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের নিয়ে গর্ববোধ করেন।
নগরের আগ্রাবাদ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল নোমান, আবদুল ছবুর, অমিত চৌধুরী ও শিমুল মাহমুদ। তারা বলেন, আজকে থেকে আমরা কাজে যোগ দিয়েছি৷ এক সপ্তাহ ধরে আমাদের শিক্ষার্থীরা ভালোভাবেই ট্রাফিক ব্যবস্থা সামলেছে। তাদের নিয়ে গর্ববোধ করছি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমি রাস্তাঘাটে দেখেছি আসলে আমাদের শিক্ষার্থীরা কি অক্লান্ত পরিশ্রম করেছে। তারা মাথার ঘাম পায়ে ফেলে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের এ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে আমার তাদের এ কষ্ট আর সহ্য হচ্ছে না। আজক সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফিরে কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে প্রতিটি পয়েন্টে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি আছেন।
এরআগে গত ৬ আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছেন। পরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন রেড ক্রিসেন্ট-বিএনসিসি ও আনসার সদস্যরা।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রামসহ সারা দেশে পুলিশের ওপর হামলা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। হামলায় অনেক পুলিশ সদস্যও নিহত হন। আত্মরক্ষার্থে থানা ও স্থাপনা ছেড়ে যেতে বাধ্য হন পুলিশ সদস্যরা। এরপর প্রায়ই এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল দেশের সব থানার কার্যক্রম। পুলিশ শূন্য হয়ে যায় সব থানা।
এরপর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এর মধ্যেই দায়িত্বভার বুঝে নেওয়া পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর