জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।
সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ দাবি জানান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, শুধুমাত্র ছাত্র রাজনীতি না, সকল প্রকার দলীয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি সুস্পষ্ট ভাবে জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। যতদিন পর্যন্ত না দেশে সুষ্ঠু ধারার রাজনীতি রিফর্মেশন না হচ্ছে, ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের এই দাবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানাচ্ছে।
তিনি আরোও বলেন, এক্সক্লুসিভলি ছাত্রলীগ ১৫ তারিখ সন্ধ্যায় ও ঐদিন রাতে এবং পরবর্তীতে সকল হামলায় সরাসরি সম্পৃক্ত ছিলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল ধরনের ছাত্ররাজনীতির বাইরে গিয়েও ছাত্রলীগকে কোনো ছাত্র সংগঠন হিসেবে দেখছে না, এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ সকল অংশীদারদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করবে এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক সুস্থ ধারা আবার ফেরত আসে, তখন অন্যান্য ছাত্র সংগঠন পরিস্থিতি বিবেচনায় যদি রাজনীতি করার সুযোগ পায়ও, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আর কখনো যেন রাজনীতি করার সুযোগ পাবে না এটি আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা।
১৫ জুলাই রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে সমন্বায়ক আরিফ সোহেল বলেন, ইতোমধ্যে আমরা একটি তালিকা তৈরির কাজ শুরু করেছি। ১৫ জুলাই রাতে আমাদের উপর হত্যা চেষ্টা হয়েছিল। যারা এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর