জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্রুততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ দাবি জানান।
এসময় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট শক্তির অপসারণ করেছি। আন্দোলনের নাম ভাঙিয়ে কেউ যদি সুবিধা আদায় করতে চায়, তাহলে শক্ত হাতে তা দমন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক সকল পদে অভিলম্বে নিয়োগ দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিপ্লব এখনো সফল হয়নি। প্রতিবিপ্লবের সম্ভাবনা এখনই উড়িয়ে দেয়া যায় না। তাই আমাদের সমন্বয়ক কমিটি এখনই বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে না।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, ইতোপূর্বে ছাত্রলীগ সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করার কোন সুযোগ দেয়া হবে না। হলগুলোতে নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ চালু করতে হবে। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা করা হবে।
১৫ জুলাই রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ইতোমধ্যে আমরা একটি তালিকা তৈরির কাজ শুরু করেছি। ১৫ জুলাই রাতে আমাদের উপর হত্যা চেষ্টা হয়েছিল। যারা এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হবে।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর