মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও জনতার স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) জুড়ী উপজেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার দমনপীড়নে শহীদ শিক্ষার্থী ও জনতা স্মরণে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নাঈম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম সমন্বায়ক মাহতাব ভুঁইয়া স্পন্দন, হাসানুজ্জামান সোয়েব, আব্দুল্লাহ আল মাহি, আমির হোসেন, হৃদয় আহমেদ, তোফায়েল হক রানা, মাহবুব হাসান রাফি, এমদাদুল বারি রাফি প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর