ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফরিদ মানিককে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে আটকে দেয়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানা যায়, ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার মোখলেছুর রহমানের ছেলে ফরিদ মানিক ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিজাম উদ্দিন হাজারীর পিএস মানিক পালিয়ে যায়। সে জেলা যুবলীগেরও সহ-সাধারণ সম্পাদক। পাসপোর্টে তার নাম মোহাম্মদ ফরিদ থাকলেও এলাকায় মানিক হিসেবে পরিচিত। মানিক নিজাম হাজারীর ঘনিষ্টজন ও পিএস হিসেবেই পরিচিত।
ফেনীর আলোচিত এই পিএস মানিক নিজাম হাজারীর ব্যক্তিগত বডিগার্ড(গানম্যান) হিসেবে সার্বক্ষণিক তার সাথে থাকতেন। নিজামের যেকোনো প্রোগ্রামে এবং নিজাম বাসা থেকে বের হলেই তার সামনে এবং পিছনে সার্বক্ষণিক তাকে নিরাপত্তা দিয়ে বেষ্টিত করে রাখতেন এই পিএস মানিক।কথিত লোকমুখে শুনা যায় মানিকের কোমরে সব সময় নিজাম হাজারীর লাইসেন্স করা পিস্তল থাকতো। তবে আখাউড়া স্টেশনে আটকের পর স্থানীয় সাংবাদিকদের এক ভিডিও বার্তায় তাকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। এমনকি তিনি নিজাম হাজারীর বাড়ি কেন পুড়েছে? সে বিষয়ে প্রশ্ন করলে এবং এতে তার কোন ধরনের কষ্ট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন "যে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। এতে আমার কিছু জানা নেই আমি নিজামের কেবল মাত্র একজন কর্মচারী ছিলাম।"
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো: খায়রুল ইসলাম জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর