বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ ইশমামের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান।
সোমবার (১২ আগস্ট) লোহাগাড়ার আমিরাবাদস্থ দর্জিপাড়ায় ইশমামের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে ১ লাখ টাকা অনুদানও তুলে দেন তিনি।
এসময় তিনি শহীদ ইশমামের মায়ের খোঁজখবর নেন এবং তার পরিবারের যাতায়াতের সড়কটি দ্রুত সময়ের মধ্যে 'শহীদ ইশমাম' সড়ক হিসেবে নামকরণ করার কথা জানান। এছাড়া সবধরনের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।
এদিকে একইদিন সম্প্রতি শেখ হাসিনার পতনের পর অগ্নিসংযোগে পুড়ে যাওয়া লোহাগাড়া থানা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের ভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, থানার ওসি মো. রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বায়ক খান তালাত মাহমুদ রাফি, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ ইসলামাবাদি, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী, জামায়াত নেতা অধ্যাপক জালাল আহমেদ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর