
দুর্বৃত্তদের জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে লুট করা আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু মালামাল ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যায় এসব মালামাল সদর থানায় জমা দেওয়া হয়েছে।
জয়পুরহাট সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের শফিক ও জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই খোদার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ছাত্র-জনতা বিজয় উল্লাস করেন। সে সময় কিছু দুর্বৃত্তরা সন্ধ্যায় জয়পুরহাট থানায় হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হিচমী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করে সেনা সদস্যরা।
অন্যদিকে, জেলা আনসার কমান্ড্যান্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুট হওয়া একটি টিয়ার শেল নিক্ষেপ অস্ত্র, নয়টি টিয়ার শেল, শর্ট গানের চারটি গুলি, একটি হাত কড়া, চারটি বাইক, ১৩টি ওয়াকিটকির ব্যাটারি, তিনটি মোবাইল ফোন, একটি ক্যামেরা ও একটি ল্যাপটপসহ বেশ কিছু উদ্ধার করা মালামাল থানায় জমা দেন আনসার সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আনসার ব্যাটালিয়ান ও সাধারণ আনসার সদস্যরা থানা ও তার আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব অস্ত্র, গোলা-বারুদসহ লুট করা মালামাল ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় সেগুলো আনুষ্ঠানিকভাবে জয়পুরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর