নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে রাজিব হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান তোতার জিম্মায় দিয়েছে। নিহত রাজিব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার বাসিন্দা।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, রাতের কোনো এক সময় শ্রীরামপুর এলাকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় ওই যুবক। সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় ট্রান্সফরমারের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দিয়েছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকরামুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বলেন, পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, থানায় অপমৃত্যু মামলা চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর