দিনাজপুরের বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অত্র উপজেলায় টহল শুরু করেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যরা বাইরে ডিউটি শুরু করে। রবিবার থেকে থানার পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে ফিরে থানার ভিতরে ডিউটি করে। তারা বেশ কিছু জিডিও করে।
বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.ডালিম সরকার,বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম,বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
উল্লেখ্য,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে শেখ হাসিনা সরকারের পতনের পর বোচাগঞ্জ থানা দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয় এবং ভাঙচুর করে।এছাড়াও থানা থেকে কিছু অস্ত্র ও গুলি,মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর