![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির- ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাইকগাছা উপজেলার সনাতন সম্প্রদায়ের লোকজন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে একটি প্রতিবাদ মিছিল সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অনিমেষ মন্ডল, এড. শিবু প্রসাদ সরকার, কৃষ্ণ পদ মন্ডল, অনিতা রাণী মন্ডল, অসীম রায় চৌধুরী, সুকৃতি মোহন সরকার, বাসুদেব রায়, প্রীতিলতা ঢালী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, কনক সরকার, সুস্মিতা চক্রবর্তী, বাবু লাল বিশ্বাস, রবীন্দ্রনাথ কর্মকার, স্বপন দেবনাথ, শংকর বিশ্বাস, অমল কৃষ্ণ রায়, তপন ঘোষ, শংকর মন্ডল, ধীরাজ মন্ডল, শংকর মন্ডল, পবিত্র মন্ডল, নিত্যানন্দ, ধ্রবরঞ্জন মন্ডল, প্রদীপ মন্ডল ও এড.সুরেশ মন্ডল।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর