বরিশালে ডাকাত সন্দেহে মো. রাসিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর রাতে নগরীর চৌমাথায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ মতনাতদন্তের জন্য বরিশাল মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
নিহত রাসিক পেশায় একজন কলমিস্ত্রি ছিল। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালী গ্রামে। স্থানীয় কলমিস্ত্রি ইউসুব আলী আকনের তিন সন্তানের মধ্যে সে ছোট ছিল।
রাসিকের ভাই মো. রাজির জানান, রাসিক হবিগঞ্জে কলমিস্ত্রির কাজ করত। গতকাল সে হবিগঞ্জ থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার ভোররাতে বাসটি চৌমাথা অতিক্রমকালে চেকিংয়ের নামে একদল যুবক বাসে উঠে যাত্রীদের তল্লাশি করে। এসময় রাসিকের কাছ একটি ছোরা পাওয়া যায়।
এতে তাকে ডাকাত সন্দেহ করে বাস থেকে নামিয়ে বেদম মারপিট করা হয় রাসিককে। আজ সকালে রাসিককে বরিশাল কোতয়ালি থানায় নেওয়া হলে পুলিশ দ্রুত তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই সে মারা যায়।
হাসপাতালের ইমার্জেন্সি অফিসার ডা. মো. মুনির হোসেন সঞ্জীব বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তার শরীরে মারপিটের আঘাতের ক্ষত রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করীম বলেন, গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হতে পারে। পুলিশ বিষয়টি তদন্তের পর আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর