অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে সুপ্রদীপ চাকমাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বান্দরবানের বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়। আজ মঙ্গলবার সকালে ১১ টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এখানে তারা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উকিংওয়াং মারমা, এডিশন চাকমা, উসিংমে, হিরো খেয়াং, বিটন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন তিন পার্বত্য জেলার পাহাড়ি নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রদীপ চাকমা আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আগামীতে পার্বত্য জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে একইভাবে নিয়োগ দেয়া হবে। সব প্রতিষ্ঠানে আলাপ-আলোচনা করে যেন প্রতিনিধি নিয়োগ না করা হয় এজন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। তা না হলে তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর