রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় আওয়ামী লীগের চার কর্মীর বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরো, গোলাপ পানি ও চারটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা রয়েছে চারটি অক্ষর— আ, জ, আ, ম। আর কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন দুর্বৃত্তরা। এছাড়াও নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতর কাফন সামগ্রী রেখে যাওয়া হয়েছে। এই চার জনই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
চা দোকানি মিনারুল ইসলাম বলেন, সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপপানি ও কাফনের কাপড় রেখে যায়। ওই কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এ ছাড়া, ব্যাগের ভেতরে একটি চিরকুটে ‘ম’ অক্ষর লেখা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর