সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম,বীর প্রতীক। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ন হয়েছে তাই সেই সম্মান ফিরে আনার জন্য তিনি কাজ করবেন বলে বলেন তিনি।
এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর