বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিন’স কমিটির সদস্যরা।
বুধবার (১৪ আগস্ট) ডিন’স কমিটির এক সভায় ডিনদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের অধ্যাপক কামরুন্নাহার, আইন অনুষদের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মনজুরুল হক ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় গৃহীত পাঁচটি সিদ্ধান্ত হলো: পূর্ববর্তী ১০ আগস্টে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত ক্লাস এবং পরীক্ষা চালু করার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো, অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের এর স্ত্রী গুরুতর অসুস্থতার জন্য মানবিক বিবেচনায় NOC প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মচারী কামাল উদ্দিন গুরুতর অসুস্থতার জন্য মানবিক বিবেচনায় NOC এবং বিধি মোতাবেক তাকে ছুটি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর