
বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন।
সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমাহল রোডে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ।
বিক্ষোভ মিছিলে পৌর সভার ও উপজেলার দশটি ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা অংশ নেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর