ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবি মামলায় গ্রেফতারকৃত বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবিরকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) সকালে তাকে নিজের বাসভবন থেকে আটক করে পিবিআই। পরে তাকে বরগুনা সদর থানায় নিয়ে আসার পরে বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী হারুন অর রশিদ হাওলাদার বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবিরসহ ২ জনের নাম উল্লেখপূর্বক ৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১/২০৯-১৪.৮.২০২৪ ইং
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার মটর পার্টসের ব্যবসা রয়েছে। আসামি মো: জাহাঙ্গীর কবির, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামীরা একদল সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন থানা এলাকায় জোরপূর্বক বিভিন্ন দোকানপাট দখল করাই তাদের পেশা। আসামীরা ২০১১ সালে আমার পুরাতন লঞ্চ ঘাটের ডিসিআরকৃত ব্যবসা প্রতিষ্ঠান হারুন মটরসে এসে বিভিন্ন হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এরপর ২৫ জানুয়ারি ২০১১ তারা পুনরায় সংঘবদ্ধভাবে এসে আমাকে রক্তাক্ত জখম করে আমার ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে নেয়। এরপর আমি বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেও আমার ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাইনি। এতদিন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার কারণে আমি ভয়ে মামলা করতে পারিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর