মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ আগস্ট) দুই দিনব্যাপী উপজেলা কমপ্লেক্সে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
এ সময় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানার পদত্যাগের দাবিতে দুই দিন ধরে নানা স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো উপজেলা প্রাঙ্গণ। এ দুই জনপ্রতিনিধি পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান এবং ছাত্র বিরোধী মিছিলে সরাসরি অংশ নেয়ায় জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমানসহ কয়েকজন সাংবাদিক যাতে কোনো সরকারি অনুষ্ঠানে উপস্থিত না থাকেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা সরকারি একটি অনুষ্ঠান থেকে দুই সাংবাদিককে বের করে দেন। এছাড়া ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিলে অংশ নেওয়ায় কয়েকজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আফজাল হোসেন, আব্দুল্লাহ আল মাহি ও মাহতাব ভূঁইয়া স্পন্দন ও তারেক রহমান বলেন, ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জুড়ীতে আমাদের আন্দোলনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ছাত্র বিরোধী মিছিল ও কার্যক্রমে অংশ নেয়ায় আমরা এ দুই জন জনপ্রতিনিধির পদত্যাগ চাই। পদত্যাগ করার আগ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আমি শুনেছি। এ বিষয়ে তারা আমার কাছে লিখিত অভিযোগও দিয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর