ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারের সময় সড়ক দুর্ঘটনায় মো. মজিবর রহমান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নাসির গ্লাসের এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মজিবর রহমান নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আলমপুর এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নাসির গ্লাসের এর সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর