বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গাছের পাতাও নাকি আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনার বাবার মৃত্যু বার্ষিকী মোনাজাত করার লোক নেই। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দুই দিনের অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সমাবেশ এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করেছেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সালমান এফ রহমান প্রতি মাসে ২ শত কোটি টাকা করে চাঁদা দিত শেখ হাসিনাকে। আজ সালমান এফ রহমান কই? আপনাদের অপকর্মের কারণে জনগণ আপনাদের ডিম থেরাপি দিয়েছে। তিনি আরও বলেন,সংসদের শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়েছিল। আজ সেই হযরত কোথায়?
অপরদিকে লালমনিরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে গরু চোরের বেটা উপাধি দিয়ে বলেন, মোতার হোসেন ওই হিন্দু ভাইদের উস্কানি দিয়ে সীমান্ত নিয়ে গিয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করুন।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য করে সাধারণ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। হত্যাকারীদের বিচার বাংলাদেশের মানুষই করবে।
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ সহ নেতৃবৃন্দ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর