
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামিন আলীর পদ ত্যাগের দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতারা। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীর পদত্যাগ দাবি করে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজ ছাত্রদলের নেতা সজীব রাজা, খলিলুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন দুর্নীতিবাজ অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলীকে আমরা পাংশা কলেজে আর দেখতে চাই না, ইয়ামিন আলীর সীমাহীন দুর্নীতির নানা ফিরিস্তি আমাদের কাছে রয়েছে, সম্মানের সাথে পদত্যাগ না করলে কলেজ চত্বরে তাকে অবাঞ্ছিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা। এ সময় ২ শতাধিক ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর